ওয়াসার বিরুদ্ধে জিডি,কারন ভালো রাস্তায় খোঁড়াখুঁড়ি
|ঢাকার রাস্তায় এটা একটি পরিচিত বিষয় যে,কারনে অকারনে ওয়াসা ভালো রাস্তায় খোঁড়াখুঁড়ি শুরু করে দিয়েছে।দেখা যায় অনেক সময় মাত্র কোন রাস্তার কাজ শেষ করে সেই সংস্থা রাস্তাটি জসাধারনের জন্য উন্মুক্ত করে দিয়েছে আর ঐ মুহূর্তে ওয়াসা এসে রাস্তায় খোঁড়াখুঁড়ি শুরু করেছে।আর একারনেই এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়াসার বিরুদ্ধে জিডি করল।উত্তর সিটি করপোরেশন এর পক্ষে এই জিডি করেন উত্তর সিটি করপোরেশন এর প্রকৌশল বিভাগের কার্য সহকারী সোলায়মান কবীর।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এর করা এই জিডি তে বলা হয়,ঢাকা উত্তর সিটি করপোরেশন এর এক নাম্বার ওয়ার্ড এর সাত নাম্বার সেক্টরে নতুন করা ৯/বি,১২ এবং ১৪ নাম্বার সড়কটি ওয়াসা ঢাকা উত্তর সিটি করপোরেশন এর অনুমতি ব্যাতিত খনন কাজ শুরু করেছে।ওয়াসা নিয়োজিত নির্দিষ্ট ঠিকাদার এই খনন কাজ পরিচালনা করছে আর এই কারনে ঢাকা উত্তর সিটি করপোরেশন বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং জনসাধারন ভোগান্তির স্বীকার হচ্ছে।
ঢাকা ওয়াসার ওয়াটার সাপ্লাই এর নেটওয়ার্ক উন্নত করার জন্য ওয়াসা নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই খনন কাজ পরিচালনা করছে।এই জিডি প্রসঙ্গে ওয়াসার এই প্রকল্পের পরিচালক আখতারুজ্জান বলেন,এই বিষয় নিয়ে আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশন এর সাথে আলোচনা চলছে এবং এটার একটা সমাধান হবে বলে আমরা আশা করছি।
ঢাকা ওয়াসা কি?
ঢাকা শহরে পানি এবং পয়ঃনিস্কাসনের জন্য ১৯৬৩ সালে আলাদা একটি প্রতিষ্ঠান চালু করা হয়,যা পরবর্তীতে ঢাকা ওয়াসা নামে পরিচিতি লাভ করে।এবং ১৯৯০ সালের জুন মাসের দিকে এই প্রতিষ্ঠানকে নারায়ণগঞ্জ শহর লাকার পানি এবং পয়ঃনিস্কাশনেরও দায়িত্ব ন্যাস্ত করা হয়।অপরদিকে ১৯৬৬ সালে যখন ঢাকা ওয়াসা আইন পাশ হয় তখন থেকে ঢাকা ওয়াসা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে।এবং ২০১৯ সালে ঢাকা ওয়াসা কে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিন হিসাবে আলাদা দুটি প্রতিষ্ঠান হিসাবে ভাগ করে দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল।
অপরদিকে ঢাকা ওয়াসা তাঁদের কার্যক্রম এর পুরো এলাকাকে ১১ টি ভাগে ভাগ করে তাঁদের কার্যক্রম পরিচালন করে থাকেন।এর মধ্য ১০ টি এলাকাই ঢাকা মহানগরে এবং বাকী একটি ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে অবস্থিথ।তবে ওয়াসা নিয়ে তাঁদের সেবা এলাকায় গ্রাহকদের অভিযোগেরও কমতি নেই।বিশেষ করে তাঁদের দূষণ পানি সরবারহ নিয়ে ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচোনা এবং ভিডিও প্রকাশ হয়েছিল।